বাপের বাড়ি যেতে খুব ইচ্ছে হয়!
বাপের বাড়ি যেতে খুব ইচ্ছে হয়! - মুহাম্মাদ আল-আমিন খান একটা মেয়ে আঠারো-বিশ , পঁচিশ কিংবা ত্রিশ বছর বাপের বাড়িতে লালিত-পালিত হবার পরে চিরদিনের জন্য চলে যায় শ্বশুরবাড়িতে। তবে এই চলে যাওয়াই কি তার শেষ বিদায় ? যে পিতা-মাতা তাকে গর্ভে ধারণ করেছেন , কত আদর ভালোবাসা দিয়ে লালন-পালন করেছেন , ধর্মকর্ম-লেখাপড়া শিখিয়েছেন , তারা কেনো এত কষ্ট করেছিলেন ? এমন তো নয় যে তারা শ্বশুরবাড়িতে মেয়েকে দিবেন না বলে কষ্ট করে বড় করেছেন কাছে রেখে দেবার জন্যে। বরং উপযুক্ত মানুষ করে শ্বশুর বাড়িতে পাঠাবেন এটাও তাদের চাওয়ার মধ্যে ছিল। ভালো পাত্রের হাতে তুলে দিবেন , ভালো ঘরে মেয়েকে বিয়ে দিবেন , এটাই তারা চেয়েছিলেন। নারী হয়ে জন্ম নিয়েছে , মেয়েকে তো আর চিরদিন কাছে রাখা যাবে না! পরের বাড়িতে পাঠাতেই হবে। কিন্তু এত আদরের কন্যাকে পাত্রস্থ করার পর তার অধিকার পুরোপুরি চলে যায় স্বামীর হাতে। এটা সত্য! তবে কি বিয়ে দেবার পর একটি মেয়ের উপর বাবা-মায়ের আর কোনোই অধিকার থাকে না ? মেয়ের কাছ থেকে ভালোবাসা পাওয়া , তাকে ভালোবাসা দেও...